শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বাস্থ্য খাতে ১০ মাসেও বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রীর নির্দেশনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:করোনা রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় টেকনোলজিস্ট নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর কেটে গেছে ১০ মাস। এরইমধ্যে করোনা সংক্রমণের প্রথম ঢেউ শেষে, শুরু হয়েছে দ্বিতীয় ঢেউ। কয়েক দিন ধরে করোরা আক্রান্তদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হাসপাতালেও ঠাঁই নেই অবস্থা। কিন্তু আজও সম্পন্ন হয়নি টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া। সংশ্লিষ্টরা বলছেন, নানা অভিযোগ এবং আমলাতান্ত্রিক জটিলতায় বিলম্বিত হচ্ছে এই নিয়োগ। সম্প্রতি টেকনোলজিস্ট নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাবনা তৈরি হলেও অদৃশ্য কারণে সেটি ফের পিছিয়েছে।জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ইউকেবিডি টিভিকে বলেন, নিয়োগ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নেওয়া হয়। টেকনোলজিস্ট নিয়োগ কবে হবে তা মন্ত্রণালয় বলতে পারবে।জানা গেছে, করোনায় আক্রান্তদের পরীক্ষা-নিরীক্ষা নিশ্চিতে ১২শ’ মেডিকেল টেকনোলজিস্ট এবং ১৮শ’ মেডিকেল টেকনিশিয়ানের নতুন পদ সৃষ্টি করে গত বছর জুনে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১০ মাস পার হলেও তা আজও আলোর মুখ দেখেনি।গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্তদের নমুনা সংগ্রহ ও পরীক্ষায় মেডিকেল টেকনোলজিস্টদের স্বল্পতার কারণে এই সেবা বিলম্বিত হতে থাকে। করোনার ব্যাপকতা বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনোলজিস্টদের নিয়োগের নির্দেশ দেন। গত ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি এবং মেডিকেল টেকনিশিয়ানদের ১৮শ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২২ ফেব্রুয়ারি টকনোলজিস্ট এবং ১০ মার্চ টেকনিশিয়ানদের মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়।এ প্রসঙ্গে টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে আন্দোলনকারী বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, করোনা রোগীদের চিকিৎসায় সরকার ইতোমধ্যে প্রায় ৬ হাজার নার্স ও ২ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে। আরও ২ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু এই সময়ে টেকনোলজিস্ট নিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও এই নিয়োগ প্রলম্বিত হচ্ছে। তিনি নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদেরকে অবিলম্বে পদায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102