শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা অফিস:মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সাত দিনের লকডাউন বা বিধিনিষেধ আরোপ করে সরকার, যা শেষ হচ্ছে ১১ এপ্রিল। এরপর ১৪ এপ্রিল থেকে নতুন করে দেয়া হচ্ছে সাত দিনের কঠোর লকডাউন। মাঝখানে বাকি থাকে দুদিন, অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল। এ দুদিন কেমন হবে?এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়ন করা হবে, যেটি হচ্ছে ‘কমপ্লিট’ লকডাউন। তবে ১২ ও ১৩ এপ্রিলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে আগামীকাল (রোববার) সিদ্ধান্ত নেয়া হবে।’১২ ও ১৩ এপ্রিল আন্তঃজেলা বাস চলাচলের বিষয়টি নিয়ে কী ভাবছেন? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তঃজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার কোনো চিন্তাভাবনা সম্ভবত নেই।’তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন জীবন বাঁচাতে আমাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। সেতুমন্ত্রীও বলেছেন যে, পরিস্থিতি মোকাবিলা করতে হয়তো আমাদের শক্ত পদক্ষেপ নিতে হবে। তাই মানুষের কাছে মেসেজ, সতর্ক থাকতে হবে, বাইরে আসা যাবে না। এটি অত্যন্ত কঠিন একটি লকডাউন।’মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, লকডাউন নিয়ে আগামীকাল একটা ভার্চুয়াল সভা হবে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা যুক্ত থাকবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102