


ঢাকা অফিস: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহিরাজিউন)।শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।গত ৮ এপ্রিল রাতে করোনার উপসর্গ নিয়ে হাসান শাহরিয়ার হাসপাতালে ভর্তি হন।সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসান শাহরিয়ার আগে থেকে ফুসফুসের রোগে ভুগছিলেন।উল্লেখ্য হাসান শাহরিয়ার দৈনিক ইত্তেফাকেরনির্বাহী সম্পাদক ছিলেন।হাসান শাহরিয়ার এরমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। ইউ কে বিডি টিভি.কম এরসম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর, সম্পাদক কাওছারুল আলম রিটন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হকচৌধুরী, সেক্রেটারী মোহাম্মদ জুবায়ের, ট্রেজারারআ স ম মাসুম, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সৈয়দ আনাস পাশা, আহাদ চৌধুরী বাবু,চ্যানেল এস টিভির বার্তাসম্পাদক কামাল মেহেদী, বৃষ্টল বাংলা প্রেস ক্লাব সভাপতি কামরুল ইসলাম ও বৃষ্টল বাংলা প্রেস ক্লাব সেক্রেটারী, ইউ কে বিডিটিভি. কম এর প্রধান সম্পাদক খায়রুল আলম লিংকন ও বার্তা সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সহকারী বার্তা সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন প্রমুখ।