বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ঢাকার

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে জেএসএফ এর শোক প্রকাশ

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৭ এই পর্যন্ত দেখেছেন

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে জেএসএফ এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন , মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।

এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের অবশ্যই কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনও প্রাণহানি না ঘটে। তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বার বার তদন্ত কমিটি গঠন করা হলে ও আজ পর্যন্ত কোন তদন্ত আলোর মুখ দেখেনি।

সংবাদ মাধমে জানা যাচ্ছে , অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ঘটনাস্থলে এবং বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে স্বজনদের পাশাপাশি ভিড় জমিয়েছে উৎসুক জনতাও। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102