সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
মাচাদো একজন ‘অসাধারণ’ উদাহরণ নাগরিক সাহসিকতার — নোবেল কমিটির বক্তব্য “২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার যাচ্ছে এমন এক সাহসী ও নিবেদিতপ্রাণ শান্তির দূতের হাতে — এক নারীর হাতে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মাঝেও গণতন্ত্রের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন,” — মাচাদোর জয় সম্পর্কে মন্তব্য করেছে নোবেল কমিটি।
তারা আরও যোগ করেছেন: “ভেনেজুয়েলার ডেমোক্রেটিক ফোর্সেস-এর নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম অসাধারণ উদাহরণ।
সাম্প্রতিক সময়ে মিস মাচাদো এমন এক রাজনৈতিক বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা আগে ছিল গভীরভাবে বিভক্ত — এমন এক বিরোধী শিবির, যারা অবশেষে অবাধ নির্বাচন ও প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিতে একত্রিত হয়েছে।”
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ মানবাধিকার পুরস্কার জিতেছিলেন মাচাদো। গত বছর ইউরোপীয় ইউনিয়ন তাদের সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার প্রদান করে মারিয়া কোরিনা মাচাদো এবং আরেক ভেনেজুয়েলীয় বিরোধী রাজনীতিক এডমুন্ডো গনজালেস উরুতিয়াকে।
ইউরোপীয় পার্লামেন্ট জানায়, চিন্তার স্বাধীনতার জন্য প্রদত্ত সাখারভ পুরস্কার-এর এই বিজয়ীরা “ভেনেজুয়েলার সেই জনগণকে প্রতিনিধিত্ব করছেন যারা স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন।”