সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯ এই পর্যন্ত দেখেছেন

 

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য রাখেন (ভাচুয়ালী) গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।
ঢাকা হতে সরাসরি উপস্থিত থেকে ওয়ার্কশপে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, সিভিল সার্জন ডা: মো: আনিসুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অর্থ সম্পাদক ফজলে ইমাম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
সভায় জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করতে হবে।
এছাড়াও রেজিষ্ট্রেশন ব্যতীত কোন শিশু থাকলেও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে টাইফয়েড টিকা গ্রহন করা যাবে বলে জানানো হয়। কনসালটেশন ওয়ার্কশপে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিগণ অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান‌, এ কর্মসূচিতে শিশুদের সহযোগিতা স্বরুপ কাপদল, স্কাউট,রোভার এবং বিএনসিসি দল সম্পৃক্ত থাকবে ।
এছাড়াও টিকাদানে কোনো শিশু যেন বাদ না পরে  এ কর্মসূচির আওতায় দায়িত্ব প্রাপ্ত সকলকে সজাগ থাকার আহবান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102