সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

তোফায়েল আহমদের শারীরিক শেষ অবস্থার সংবাদ নিয়ে কেন এত টালবাহানা ?

তওহীদ ফিতরাত হোসেন
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্র এখন সম্পূর্ন ভাবেই স্বাধীনতা বিরোধীদের কবলে। সরকার মুক্তিযুদ্ধকে ধারণ করেনা বলেই একজন বীর মুক্তিযোদ্ধা মারা যাবার পরও হাতে হাতকড়া পরিয়ে রেখেছিল।তার জানাজা নিরবে করার জন‍্য পরিবারকে চাপ দেওয়ার পরও লক্ষাধিক মানুষ জানাজায় যোগ দান করেছিল যা আজকের এই দখলদার সরকার ও স্বাধীনতা বিরোধীদের ভীত কাপিয়ে দিয়েছে।

ইউনুস – জামাত ও জঙ্গিদের এই সরকার মুক্তিযোদ্ধাদের মৃত‍্যুর পরও তাদের ভয় পায়। এখন তারা আরেকটি ন‍্যাক্ষারজনক কাজ করছে উদ্দেশ‍্যমুলক ভাবে।

স্বাধীকার ও স্বাধীনতার অন‍্যতম সিপাহশালার ও সংগঠক জনাব তোফায়েল আহমদের বিষয়ে সরকার এবং আমাদের সংবাদ মাধ‍্যম সম্পুর্ন নিরব। এই লুকোচুরীর মাধ‍্যমে সরকার আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের প্রজন্মের কাছ থেকে আড়াল করতে চায়।

তোফায়েল আহমদ একজন কিংবদন্তী। তার কথা জানতে গেলেই আসবে আইয়ুব বিরোধী আন্দেলন , গণঅভ‍্যুত্থানের মাধ‍্যমে বঙ্গবন্ধুর মুক্তি এবং পাকিস্তান প্রেসিডেন্ট আইয়ুব খানের বিদায়। তোফায়েল আহমদের কথা যদি প্রজন্ম জানে তারা জেনে যাবে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ , রাজাকার আলবদর আলশামস সহ পাকিস্তান আর্মীর পরাজয়ের কথা।

তোফায়েল আহমদকে নিয়ে আমার একটি অভিজ্ঞতাঃ
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ২০২১ আমাদের সংগঠন
“বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে “ লন্ডনে একটি অনুষ্টানের পরিকল্পনা করি। প্রধান বক্তা হিসাবে তাঁকে আমন্ত্রণ জানাই। তিনি রাজি হোন অনুষ্টানে যোগদান করতে। আমি ও আমার অগ্রজসম সুজাত মনসুর একচু চিন্তায় পড়ে গেলাম তাঁর আসা – যাওয়া ও থাকা- খাওয়ার ব‍্যয় নিয়ে।আমরা গরীব ছোট একটি সংগঠন কিনভাবে খরচের ব‍্যবস্থা করব আবার আমরা চাদাবাজ হিসাবেও পরিচিত হতে চাইনা।
কয়েকদিন পর আমরা আবার যোগাযোগ করি উনার পিএস এর সাথে। পিএস বলল লিডার বলেছেন উনার সম্পূর্ন ব‍্যবস্থা তিনি নিজে করবেন। হোটেল বা যাতায়াত নিয়ে যেন আমরা না ভাবি শুধু অনুষ্টানের তারিখ জানাই সময়মত। আমরা চিন্তামুক্ত হয়ে গেলাম এবং বাকি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি কিন্তু আমাদের দুর্ভাগ‍্য এই সময়েই তিনি অসুস্থ হয়ে যান।আমাদের আর তাঁকে নিয়ে আসা হলনা লন্ডনে। শোনা হলনা তার কাছ থেকে কোন কথা।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তোফায়েল আহমদকে শিফা দান করুন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102