সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

মোবাইল চোর ধরতে গিয়ে আহত ৬ পুলিশ

নবীগন্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জে মোবাইল চোর ধরতে গেলে পুলিশের ওপর আক্রমণ করে অভিযানের ছয় পুলিশকে মারপিট করে চুরির মামলার দুই আসামীকে ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
জানাযায় নবীগঞ্জ থানা পুলিশ চোরাই মোবাইল উদ্ধার করতে অভিযান গিয়ে চোর এবং তার পরিবারের লোকজনের হামলায় ৩ দারোগাসহ ৬ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।  পুলিশের উপর হামলার দাঁতে  ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় আহত কনস্টেবল ইমরানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত  ৬ পুলিশকে হাসপাতালে চিাকৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১১ টার দিকে শহরের ফুলকলির পিছনে শিবপাশা এলাকায় ঘটনাটি সংঘটিত হয়েছে।হামলার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে মামুন মিয়াসহ ৪জনকে আটক করেছে।
সুত্র জানায়, পুলিশকে মারপিট করে বাকীরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মোবাইল ফোন চুরির মামলার দুই আসামীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।  ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত কনস্টেবল ইমরান নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানের গানম্যান হিসাবে কর্মরত ছিলেন। গতকাল রাতে ওসির নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ১০টায় শহরের আনমনু এলাকায় সোহেল নামে মোবাইল চুরির মামলার এক আসামীকে গ্রেপ্তার করে।  পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করতে শহরের শিবপাশা নোয়াপাড়া এলাকায় গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়।
ওসি কামরুজ্জামান বলেন, চুরির মামলার আসামী সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুল ও রুমন নামে দুইজনকে ধরতে গেলে তাদের সহযোগীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। কনস্টেবল ইমরানের চোখের নিচে দায়েরর কোপ লেগেছে। তারা বাবুল ও রুমনকে ছিনিয়ে নেয় এবং সোহেলকে গ্রেপ্তার করার পর থানায় আনা হয়েছে। ৫ পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন, তবে ইমরানকে গুরুতর আহত অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এ ঘটনা পুলিশ এসল্ট মামলা দায়ের হচ্ছে।
পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি শহর ও আশপাশ এলাকায় মোবাইলসহ চুরি ও মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পাওয়ায় ওসি শেখ কামরুজ্জামান এর দিক নির্দেশনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী, এসআই মাইনুল, এএসআই মোশাররফ এর নেতৃত্বে একদল পুলিশ শিবপাশা এলাকায় চোরাই মোবাইল উদ্ধার করার জন্য হানা দেয়। এ সময় চোরদের সিন্ডিকেট চক্র ও তাদের পরিবারের লোকজন পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এক পর্যায়ে মামুন মিয়া নামে এক যুবক ধারালো দা দিয়ে কুপ দিলে কনস্টেবল ইমরান গুরুতর আহত হয়। তাকে রক্ষা করতে দারোগাসহ অপর পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারাও হামলার শিকার হয়ে আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করেন এবং দা হাতে থাকা রিমনসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃত মামুন মিয়া নোয়াপাড়া গ্রামের মৃত হিরণ মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন ধরে শিবপাশা এলাকায় বসবাস করে আসছেন। ওই পরিবারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।
এব্যাপারে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এমএ এন সাজেদুর রহমান বলেন, এটা খুবই দুঃখজনক একটি মোবাইল চোর ধরতে গিয়ে ৬জন পুলিশ আহত হয়েছেন । এটা কোন পুর্ব পরিকল্পিত ভাবে পুলিশের উপর হামলার ঘটনা নাকি তদন্ত করা হচ্ছে। যারা পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে তাদেরকে ছাড় দেয়া হবে না। ঐ এলাকায় গ্রেফতার অভিযান আরও জোরদার করা হবে। এই বিষয়ে নবীগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। মুল হামলাকারীসহ তার সহযোগিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102