সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম!
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন
শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলার তেতুলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত  হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
এ উপলক্ষে রবিবার  (৫ অক্টোবর) তেতুলিয়ায়  চৌরাস্তা বাজার তুতুল গাছ তলার সামনে থেকে শিক্ষকদের একটি র‍্যালি বের হয়ে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কসহ  চৌরাস্তা বাজার সড়কে  প্রদক্ষিণ করে। র‍্যালিতে তেতুলিয়ার সহস্রাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।
র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি শালবাহান  মহুরি হাট ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুর অব রশিদের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়ার সহকারী কমিশনার (ভুমি) এম এ আকাশ, ভজনপুর স্কুলের প্রধান শিক্ষক মোঃ  মকবুলার রহমান, ফকির পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, তেতুলিয়া উপজেলা শাখার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, মাথাফাটা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম, বুড়া-বুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, বোয়াল মারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, তেতুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষক কাজীরুল ইসলাম সহ শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102