সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

ডিসেম্বর থেকে নতুন সাজে বৃটিশ পাসপোর্ট

যুক্তরাজ‍্য সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮ এই পর্যন্ত দেখেছেন

ডিসেম্বর থেকে জারি করা সব নতুন যুক্তরাজ্য পাসপোর্টে থাকবে রাজা চার্লসের কোট অব আর্মস, এমন ঘোষণা দিয়েছে হোম অফিস।

নতুন ডিজাইনের এই পাসপোর্টের ভেতরে যুক্তরাজ্যের চার জাতির প্রাকৃতিক সৌন্দর্যও ফুটে উঠবে — যেমন স্কটল্যান্ডের বেন নেভিস, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট, ওয়েলসের থ্রি ক্লিফস বে, এবং নর্দার্ন আয়ারল্যান্ডের জায়ান্টস কজওয়ে।
এটি ব্রিটিশ পাসপোর্টের গত পাঁচ বছরে প্রথম পূর্ণাঙ্গ পুনঃনকশা। সর্বশেষ পরিবর্তন হয়েছিল ব্রেক্সিটের পর, যখন পাসপোর্টের রং বারগান্ডি থেকে গাঢ় নীল করা হয়।
সরকার জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের কোট অব আর্মস সম্বলিত পুরোনো পাসপোর্টগুলো মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে।
২০২৩ সাল থেকেই পাসপোর্টে “His Majesty” বা “তাঁর মহিমা” লেখা থাকছে, কিন্তু কভার ডিজাইনে তখনও রানি এলিজাবেথের কোট অব আর্মস ব্যবহার হচ্ছিল।
রাজা চার্লসের কোট অব আর্মসে রয়েছে গোলাকার টিউডর মুকুট, যা তিনি ২০২২ সালে সিংহাসনে আরোহণের সময় তার রয়্যাল সাইফার হিসেবে বেছে নেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102