মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
একজন মানুষের লোভের আগুনে জ্বলে-পুড়ে ছাড়খার বাংলাদেশ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর অভিষেক ও প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত বিএনপি নেতার মামলায় হয়রানির শিকার গ্রামবাসী কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্টের সৌজন‍্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত অভিবাসী কর্মীদের সহায়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয়– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অন্ধকার হতে আলোর পথে যাত্রা——- মকিস মনসুর. সুনামগঞ্জে কম্বল বিতরণ অনুষ্ঠিত খানকাহ্ বাজ্মে চিশতিয়া নিজামিয়া পাঞ্জেগিরীয়া ৮১৩তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত নবীগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

তিন বাংলাদেশিকে হারিয়ে জয়ী রুশনারা আলি

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৬ এই পর্যন্ত দেখেছেন

টানা পঞ্চমবারের মতো জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলি। যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি তিনি। দেশটির টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত এ প্রার্থী।

শুক্রবার ফল ঘোষণার পর দেখা যায়, তিন বাংলাদেশি প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন রুশনারা আলি। তার নিকটতম প্রার্থী হলেন আজমল মাশরুর। তিনি ব্রিটিশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া আসনটিতে বাকি দুজন প্রার্থী হলেন লুতফর এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রুবিনা খান।

রুশনারা আলি ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। এরপরে রাবিনা খান চার হাজার ৭৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন রুশনারা আলি। এ এলাকাটি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি অধ্যুষিত এলাকা।

বিবিসি জানিয়েছে, এবার নির্বাচনে ৪১২টি আসনে নিজেদের জয় তুলে নিয়েছে লেবার পার্টি। ফলে বিরাট ব্যবধান তৈরি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সঙ্গে। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। যেখানে দেশটিতে সরকার গঠনের জন্য ৩২৬ আসনে জয় পেতে হয়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102