রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে জানিয়ে দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশপ্রধান জানান, পুলিশ বসে নেই, তারা কাজ করছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আইজিপি বলেন, অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জাম বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশপ্রধান। এরপর বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102