রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন

তেুতুলিয়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৯ বছর পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৯ জুন) বিকালে ইএসডিও মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন তেতুলিয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্দুল লতিফ তারিন।
দৈনিক যায়যায়দিন পত্রিকার তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. খাদেমুল ইসলাম, দৈনিক দেশ বাংলার প্রতিনিধি মোসতাক আহম্মেত,, দিনকালের প্রতিনিধি প্রতিনিধি সোহরাব আলী, উত্তর বাংলা প্রতিনিধি ও যুবলীগের যুগ্ন আহব্বায়ক আতাউর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি এসকে দোয়েল প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে দৈনিক যায়যায়দিন পত্রিকা পাঠক মহলে সমাদৃত হয়েছে। দেশ ও জাতি কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আগামিতেও প্রত্রিকাটির সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102