মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) খেলাঘর আসর কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কনকচাঁপা খেলাঘর আসরের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোতায় ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় অংকনের বিষয় ছিলো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উড়ন্ত জাতীয় পতাকা এবং পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শহীদ মিনার। নির্ধারিত ৫০ মিনিটের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
এ সময় কনকচাঁপা খেলাঘর আসরের সাধারন সম্পাদক বিজয় রায়, সংগীত শিক্ষক অজিত কুমার দাস, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, নৃত্যের শিক্ষক ঈশিতা দাস, অভিভাবকদের মধ্যে প্রধান শিক্ষক দুলন তরফদার, নন্দন চৌধুরী সহ অন্যান্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন।