শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারে শিক্ষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক ‘আড্ডা’ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষা-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলাপচারিতা নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয় ‘আড্ডা’। শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইয়্যিদ মুজিবুর রহমান ও সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশীদকে উপলক্ষ্য করে আড্ডা’র এই আয়োজন।

লেখক ও গবেষক আকমল হোসেন নিপুর সঞ্চালনায় এবং লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. আবদুল আহাদের সভাপতিত্বে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত আড্ডাটি ছিলো অত্যন্ত প্রাণবন্ত।

মৌলভীবাজার থেকে প্রকাশিত শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘ফসল’ এর সম্পাদক ও প্রাবন্ধিক মোঃ আব্দুল খালিকের আয়োজনে অনুষ্ঠিত ‘আড্ডা’য় অতিথি ছাড়াও বেশ কয়েকজন লেখক, গবেষক, শিক্ষাবিদ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

আড্ডায় অংশগ্রহণ করেন মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ, গবেষক আহমদ সিরাজ, রাজনগর সরকারি কলেজের প্রভাষক তাসলিমা আকতার, প্রফেসর সৈয়দ মুজিব, বিএএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চন্নু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, কবি ও সম্পাদক মুজাহিদ আহমদ, রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, প্রকৃতিবিদ নুরুর রহমান, প্রভাষক জাহিদুল ইসলাম, অঙ্কন প্রকাশনীর কর্ণধার মহিদুর রহমান প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102