সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন
মাদকবিরোধী কর্মকাণ্ডে, নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা” শীর্ষক  জনসচেতনতামূলক অনুষ্ঠান পালিত হয়েছে।
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় এর আয়োজনে, উপ-পরিচালকের কার্যালয়ে “জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে, নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা” শীর্ষক  জনসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম। তিনি সভায় জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদকাসক্ত, নৈতিকতার অবক্ষয়ের  উপস্থিতির সামনে তুলে ধরেন এবং এসব প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত  আলোচনা করেন।
পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকছুদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা সরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102