স্টাফ রিপোর্টার: মহামারী করোনার ডেল্টা ধরনের আঘাতে ভয়াবহ পরিস্থিতি সারা দেশে।প্রতিদিন দুই শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।
এমন পরিস্থিতির মধ্যে এবার দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু হানা দিয়েছে।গত ২৪ ঘণ্টায় নতু ১৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।ডেঙ্গিুতে আক্রান্তদের অধিকাংশই রাজধানী ও ঢাকা বিভাগের।এ অবস্থায় ছুটির দিনেও (শুক্রবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা করেছে। এছাড়াও ডেঙ্গু মশার প্রজননস্থল সম্পর্কে জনগণকে সচেতন করতে ওয়ার্ডে-ওয়ার্ডে মাইকিং করা হয়েছে এবং মসজিদে-মসজিদে ইমামরা জনসচেতনতা সৃষ্টি ও মশার লার্ভা ধ্বংসে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিন দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মশার নিয়ন্ত্রণে ১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এছাড়াও করপোরেশনের অঞ্চল ২, ৩ ও ৫ এর সব ওয়ার্ডসহ অন্যান্য অঞ্চলের প্রায় সব ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং করা হয়েছে। পাশাপাশি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলরদের অনুরোধের প্রেক্ষিতে মসজিদে-মসজিদে জুমার নামাজের সময় মসজিদের ইমামরা ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এডিস মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ অঞ্চল ৪ এর আওতাধীন ৩০ নম্বর ওয়ার্ডে ৩৫টি ভবন পরিদর্শন করা হয়।এ সময় দেবি দাস ঘাট লেনের ৩২/বি এ ‘মীম ফুড এর জাহান টোস্ট স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান প্রসঙ্গে তানজিলা কবির ত্রপা বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজকের অভিযান এ আমরা ‘জাহান টোস্টের স্পেশাল বিস্কুট ফ্যাক্টরিতে’ অভিযান পরিচালনা করেছি এবং সেখানে মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছি।জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মাইকিং করা ও ইমামদের প্রতি অনুরোধ জানানো প্রসঙ্গে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে এবং তদারকিতে ইতোমধ্যে অঞ্চলের সব ওয়ার্ডে মাইকিং করেছি এবং তা অব্যাহত রয়েছে।
এছাড়াও আমরা মসজিদের ইমামদেরকে এ বিষয়ে জনগণকে সচেতন করতে আহ্বান জানিয়েছিলাম।তিনি আরও বলেন, আমাদের আহ্বানের প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের সময় ইমামরা মসজিদের মুসল্লিদের সে বিষয়ে সচেতন করেছেন এবং অনেক মসজিদের ইমামরা স্বপ্রণোদিত হয়ে এডিস মশার লার্ভা ধ্বংসে বারবার মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন।