হামাস-ইসরাইল যুদ্ধের মধ্যেই তেলআবিব সফরে গেলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।
বৃহস্পতিবার সকালে তিনি ইসরাইলের প্রধান শহর তেলআবিব পৌছান। খবর নিউইয়র্ক টাইমসের।
এমন সময় এন্টনি ব্লিঙ্কেন ইসরাইল সফরে গেলেন, যখন ইসরাইলের ৩ লাখ সেনা সদস্য গাজা সীমান্তে অপেক্ষা করছে ফিলিস্তিনে ঢুকে ভয়ারহ সামরিক অভিযান চালানোর জন্য।
ইসরাইল থেকে ব্লিঙ্কেন আরব নেতাদের সঙ্গে বৈঠকের জন্য জর্ডান যাবেন। তার আগে তিনি ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
এ ছাড়া, শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন এ মন্ত্রী।
এর আগে বুধবার রাতে টেলিভিশনে দেয়া বক্তৃতায় হামাসকে নিশ্চিহ্ন করে ফেলার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
নিউজ /এমএসএম