বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির ১০ নেতাকে অব্যাহতি

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২২ এই পর্যন্ত দেখেছেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির ১০ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য মো: আবুল হোসেন, সেলিম মিয়া ও আব্দুল মছব্বির, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য গোলাম কিবরিয়া শফি, পুষ্প কুমার কানু, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও মো: শফিকুর রহমান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অব্যাহতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচনের আগ মুহূর্তে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা স্বাক্ষরিত এই আদেশের ফলে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102