বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পঞ্চগড়ে ট্রাক ও থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ২

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার বোদায় পাথরবোঝাই ট্রাকচাপায় থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের চেপ্টিপাড়া এলাকার খোইটালী বর্মন। তিনি ওই গ্রামের ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী। নিহত অন্য নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, দেবীগঞ্জ উপজেলার শহর থেকে যাত্রীসহ একটি থ্রি হুইলার বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বোদা থেকে পাথরবোঝাই ট্রাকটি দেবীগঞ্জ যাচ্ছিল। থ্রি হুইলারটি বোদা উপজেলার চন্দনবাড়ি বাজার এলাকায় ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটাতে গেলে পাথরবোঝাই ট্রাক থ্রি হুইলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খইটালি বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর অপর মহিলা মারা যান।
বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত শিশুসহ ছয়জনকে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আঠক করলেও  এর চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102