

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগামীকাল ২২ জানুয়ারি মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভাষন দেবেন তারেক রহমান।
এ উপলক্ষে বুধবার(২১ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের সরকারি স্কুল মাঠ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের আর কে প্লাজার সামনে গিয়ে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।
বক্তব্যে এম নাসের রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানান। তিনি বলেন, তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিতব্য জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।