মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বোদায় ট্রাক্টর চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা প্রতিনিধি  :খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলার বোদায় হালচাষ করতে গিয়ে মাহেন্দ্র  ট্রাক্টরের নিচে পড়ে অন্তর চন্দ্র বর্মন (১৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নতুনহাট বটতলী ভোটাপাড়া এলাকায় এ ঘটনাটি।
স্থানীয়রা জানান, চন্দনবাড়ী ইউনিয়নের বটতলী ভোটাপাড়া এলাকার বাসিন্দা খিরেন্দ্রনাথ বর্মনের পুত্র অন্তর চন্দ্র বর্মন জমিতে হালচাষের জায়গা দেখিয়ে দেয়ার উদ্দেশ্যে ভাড়ায় চালিত ট্রাক্টরে চেপে বসে। ট্রাক্টরের ড্রাইভার আলামীন এসময় একটি মোড় ঘোরাতে গেলে ট্রাক্টর থেকে অন্তর চন্দ্র বর্মন ট্রাক্টরের ফাঁলের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই হাল চাষের ফালে কাটা পরে মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মালিক ট্রাক্টরের নিচে পরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102