শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) শহরস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার স্বার্থে স্ব স্ব অবস্থান থেকে প্রত্যেকে মতামত ব্যক্ত করেন।
পূজা উৎযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর (২০২৩ সনে )শ্রীমঙ্গল উপজেলায় শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসবের পৌর ও ইউনিয়ন ভিত্তিক মন্ডপের সংখ্যা সার্বজনীন পূজামন্ডপ ১৫৮টি এবং ব্যক্তিগত পূজামন্ডপ ১৫টিসহ সর্বমোট পূজামন্ডপ ১৭৩টি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে এবং থানার পরিদর্শক (তদন্ত) মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, পূজা উৎযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক শ্রীপদ দেবসহ পূজা উৎযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সম্প্রীতি বজায় রেখে সুন্দর ও সুশৃংখলভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার বিষয় নিয়ে উপস্থিত সবাই আলোচনায় অংশ নেন এবং বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক মতামত তুলে ধরেন। প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সিভিলে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে দূর্গা পূজা চলাকালীন সময়ে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।