সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

হিজাব পরা নারীদের সম্মানে বিশ্বের ‘প্রথম’ ভাস্কর্য যুক্তরাজ্যে

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

হিজাব পরা নারীদের প্রতি সম্মান জানিয়ে তৈরি একটি ভাস্কর্য উন্মোচন হতে চলেছে যুক্তরাজ্যে। ধারণা করা হচ্ছে, এ ধরনের ভাস্কর্য বিশ্বে এটিই প্রথম।

বিবিসি জানিয়েছে, ‘স্ট্রেংথ অব দ্য হিজাব’ (হিজাবের শক্তি) নামের ভাস্কর্যটি নকশা করেছেন লিউক পেরি নামে এক ভাস্কর। এটি আগামী অক্টোবর মাসে ওয়েস্ট মিডল্যান্ডসের স্মেথউইক এলাকায় স্থাপন করা হবে।

হিজাব পরিহিত নারীর অবয়বে বিশ্বে এর আগে আর কোনো ভাস্কর্য তৈরি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ভাস্কর্যটির উচ্চতা পাঁচ মিটার (১৬ ফুট) এবং ওজন প্রায় এক টন। এর নির্মাণকাজ পরিচালনা করছে লিগ্যাসি ওয়েস্ট মিডল্যান্ডস নামে একটি নিবন্ধিত দাতব্য সংস্থা।

ukbd

লিউক পেরির কথায়, ‘স্ট্রেংথ অব দ্য হিজাব’ হলো এমন একটি ভাস্কর্য, যা হিজাব পরিধানকারী নারীদের প্রতিনিধিত্ব করে।

পেরি এর আগে যৌথভাবে ‘ব্ল্যাক ব্রিটিশ হিস্ট্রি ইজ ব্রিটিশ হিস্ট্রি’ নামে একটি ভাস্কর্যের নকশা করেছিলেন, যেটি গত মে মাসে উইনসন গ্রিনে স্থাপন করা হয়েছে।

তবে লিউক স্বীকার করেছেন, তার নতুন ভাস্কর্যটি ‘বিতর্কিত’ হতে পারে।

uk

তিনি বলেন, এটি বিভিন্ন কারণে বিতর্কিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমার মনে হয় না তাদের মধ্যে কোনোটি যুক্তিযুক্ত, কিন্তু লোকেরা তা ভাবে। এমন অনেক লোক রয়েছে, যারা আমাদের সম্প্রদায়ের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, তাতে আপত্তি করে এবং চায়, তারা আরও বিভক্ত হোক।

‘কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ হলো সেটাই, যা আমাদের একত্রিত করে, যা আমাদের আলাদা করে তা নয়। এ কারণেই যুক্তরাজ্যজুড়ে বসবাসকারী প্রত্যেকের প্রতিনিধিত্ব করা জরুরি।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102