রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাত করে যুক্তরাষ্ট্র গেলেন কাদের মির্জা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা।

সুদূর আমেরিকা যাত্রার আগে মঙ্গলবার বিকেলে তিনি তার বড়ভাই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন এবং কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন।বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানিয়েছেন কাদের মির্জা নিজেই।চার ঘণ্টা আগে কাদের মির্জার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে তার বাসায় অভ্যর্থনাকক্ষে অবস্থান করছেন তিনি।

দুজনেই সামাজিক দূরত্ব মেনে বসে আছেন। দুজনে মাস্ক পরিহিত।ছবির ক্যাপশনে কাদের মির্জা লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমার শ্রদ্ধেয় বড় ভাই জননেতা জনাব ওবায়দুল কাদের এমপির সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিই। এসময় কোম্পানীগঞ্জের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা স্থিতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। সকলে ধৈর্যবান হয়ে শান্তির লক্ষ্যে কাজ করুন। শান্তি প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে সহযোগিতা করুণ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে যাত্রা করেন কাদের মির্জা।আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।ইতোপূর্বে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশে গত ১০ জুন সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন কাদের মির্জা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102