গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়াল। সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে বর্তমানে করোনায় মৃত্যুর হার ২ দশমিক ২ শতাংশ।
করোনায় পাঞ্জাবে মৃতের সংখ্যা ৪ হাজার ৯০০, সিন্ধুতে ৪ হাজার ১১৯, খাইবার পাখতুনখাওয়ায় ১ হাজার ৯৫৭, ইসলামাবাদে ৪৮০ ও বেলুচিস্তানে ১৯৬ জন।
পাকিস্তানের সরকারি তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১ হাজার ২৬০ জন সুস্থ হয়েছেন। মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১১ হাজার ৫০২ জন এবং সুস্থতার হার ৯২ দশমিক ১ শতাংশ।