টাইফয়েড ভ্যাকসিনেশন জাতীয় কর্মসূচীকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা সম্মেলন কক্ষে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। এতে অংশগ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
মতবিনিময় সভায় টাইফয়েড টিকা ও রেজিষ্ট্রেশন নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। তিনি উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রম পরিচালনার বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন।
উল্লেখ্য, টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী।
কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।