শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনিক উদ্যোগ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ পিজিসিবি জামে মসজিদ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার কর্মকর্তাবৃন্দ বুধবার  সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়ছার হামিদ, উপ বিভাগীয় প্রকৌশলী আল আমিন, উপ সহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মৌলভীবাজার জেলার যুগ্ম-সদস্য সচিব দেলোয়ার হোসেন; জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলার সদস্য শেখ আহমদ নাঈম  সাকিব ও আব্দুর রহমান সাদী; জাতীয় যুবশক্তি শ্রীমঙ্গল উপজেলার সদস্য শরিফ আহমেদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শ্রীমঙ্গল উপজেলার সদস্য মোঃ আরিফ বকস্।

এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘদিন যাবৎ সৃষ্ট এই জলাবদ্ধতা সমস্যার সমাধানে আমরা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে একমত হয়েছি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, বিষয়টি তাদের উর্ধতন কর্মকর্তাকে অবগত করবেন। এ ব্যাপারে তাদের যা করণীয় তারা করবেন।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সচেতন এলাকাবাসীকে নিয়ে আমরা বসে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবো। এব্যাপারে তিনি এলাকাবাসীর সর্বাত্বক সহযোগিতা কামনা করছেন।

মৌলভীবাজার সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ আক্কাস আলী বলেন, বিষয়টি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর জন্য চরম দূর্ভোগের সৃষ্টি করেছে। আমরা এই বিষয়টি আমলে নিয়ে গত ২০২৪ সালের প্রথমার্ধে ভূরভূরিয়া ছড়া থেকে সুরমা ভ্যালী পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার ড্রেন নির্মাণের প্রকল্প ও বাজেট চূড়ান্ত করে অনুমোদনের জন‍্য প্রধান কার্যালয়ে প্রেরণ করেছিলাম। কিন্তু দেশের পবিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পটি অনুমোদনের কাজ আর এগোয়নি নি। এই প্রকল্পটি অনুমোদনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীসহ পরিদর্শন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দূর্যোগপূর্ণ কিছু অংশে জরুরি ভিত্তিতে আপাতত একপাশে ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করার। উপজেলা প্রশাসন ও এলাকাবাসীকে নিয়েই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির নীচু অংশে পানি জমে থাকে, ফলে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। প্রশাসনের এই সরেজমিন পরিদর্শন ও উদ্যোগের ফলে তারা দ্রুত সমস্যার সমাধান আশা করছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102