তারুণ্যের উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে লন্ডনে অনুষ্ঠিত হল বি এস কে আর গ্রুপের মিলন মেলা।
যুক্তরাজ্যে অবস্থানরত বাহারমর্দান,সম্পাসী, কটারমহল ও রংদাস এলাকার যুব সামজকে নিয়ে গঠিত বি এস কে আর গ্রুপের উদ্যোগে ১ম মিলনমেলা লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
মিলন মেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।দীর্ঘ দিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অতীত স্মৃতিচারন, আড্ডা, খাওয়াদাওয়ার মধ্য দিয়ে দিন অতিবাহিত হয়।
সবাই তাদের বক্তব্যে এ সংগঠনের মাধ্যমে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। সর্বসম্মতিক্রমে আগামিবছর আরো বড় পরিসরে মিলনমেলা আয়োজনের আয়োজেনের জন্য প্রস্তাব দেওয়া হয়। সকলের সহযোগিতা ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।