ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদার ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমপ্লেক্সে শুভ উদ্ভোধন হলো এই মাদ্রাসার। মাদ্রাসার প্রতিষ্ঠা করায় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। অনেকেই তাদের সন্তানদের ভর্তি করান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ক্লাস শুরুর
প্রথম দিনেই শিক্ষার্থীদের আশাব্যঞ্জক উপস্থিতি ছিল।
মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ এর সভাপতিত্বে জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান যথাক্রমে সুরা ফাতিহা ও ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস শুরু করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম ও সহকারী শিক্ষক ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন এসময় উপস্থিত ছাত্র ছাত্রীদের ইন্ট্রুডাকশন ক্লাস সম্পন্ন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যানও মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী, নির্বাহী সদস্য বৃন্দ:আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, আব্দুল কাদির, সৈয়দ কাহের,অজিহুর রহমান মিজান,বিলাল খান সহ , আমিনুর রহমান,মাইন উদ্দিন, আহমেদ সহ প্রমুখ।