শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

পুলিশ সুপারের পক্ষ থেকে নবীগঞ্জে নিহত পরিবারকে সহায়তা প্রদান

এম এ আহমদ আজাদ, নবীগন্জ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় টমটম ও সিএনজি ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে হবিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম জামারগাঁও-রাধাপুর গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়ে এএসপি জহিরুল ইসলাম বলেন, পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে এটি কেবলমাত্র একটি সামান্য উপহার। আপনাদের কষ্ট আমরা মুছে দিতে পারব না, তবে হবিগঞ্জ জেলা পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দ্রুতই সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।
এসময় নিহত ছাব্বির মিয়ার রুহের মাগফেরাত কামনা করে পুলিশ সুপারের পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
খাদ্য সহায়তা প্রদানের সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, সাবেক মেম্বার আব্দুল বারিক রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102