শ্রীমঙ্গল হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চেকপোস্টে একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা তল্লাশী করে বিদেশী মদসহ মোঃ হাবিব উল্ল্যাহ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃ আসামির পিতা-আজিম মোল্লা, সাং-হুগলিয়া, টিলাগাঁও, থানা-শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, হস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর সাকিনা সিএনজি পাম্প সংলগ্ন কয়ছর হাজী মার্কেটের সামনে সিএনজি তল্লাশী করে যাত্রী বসার সিটের পিছনে একটি কাগজের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় (ক) ২৪ বোতল SEAGRAM’S BLEDERS PRIDE 375 ml মদ, খ) ১১ বোতল BACARDI LIMON 375 ml মদ, (গ) ১১ বোতল MAGIC MOMENTS 375 ml মদ, সর্বমোট ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।