শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

৪৩তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সপ্তাহে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পিএসসি লিখিত পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে। আগামী সপ্তাহের প্রথম দিকে ফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের ১০ থেকে ১৫ দিনের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। যার ফল ২০২২ সালের ২০ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ হয়েছেন।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102