শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শ্রীমঙ্গলে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডা. হরিপদ রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) তাপস চন্দ্র রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুদু মিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।