বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে নটরডেম স্কুল এন্ড কলেজে কৃতি ছাত্র ছাত্রীরা সংবর্ধিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৭৮৯ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় শিশু প্রতিযোগিতা-২০২২/২৩ এ বিভিন্ন পর্যায়ে নটরডেম স্কুল এন্ড কলেজের কৃতিত্ব অর্জনকারী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৬ আগস্ট) নটরডেম স্কুল এন্ড কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে শিক্ষক বিজয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুস সিএসি, ছাত্র পরিচালক ফাদার মৃণাল ম্রং, সহকারী ছাত্র পরিচালক ফাদার বিকাশ কুজুর এবং শিক্ষকমন্ডলী। এছাড়াও উপস্থিত ছিলেন আবৃত্তিতে দেশ সেরা চিন্ময়ী ভট্টচার্যের গর্বিত পিতা-মাতা সুধেন্দু ভট্টাচার্য ও বনশ্রী চক্রবর্তী।

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ এ উপজেলা, জেলা, বিভাগীয়, জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে, সৃষ্টি গাইন ২০২২ এ ধারাবাহিক গল্প বলায় উপজেলায় ১ম জেলায় ৩য়, উপস্থিত অভিনয়ে উপজেলায় ও জেলায় ১ম,  ছড়াগানে উপজেলায় ১ম, ২০২৩ এ উপজেলা পর্যায়ে-উপস্থিত অভিনয় ও ছড়া গানে ১ম, জেলায় উপস্থিত অভিনয় ও ছড়াগানে ২য়। চিন্ময়ী ভট্টাচার্য, মাটির কাজ উপজেলা ও জেলায় ১ম, বিজ্ঞান প্রজেক্টে উপজেলায় ২য়, ২০২৩ এ আবৃত্তি, মাটির কাজ, ধারাবাহিক গল্প বলায় উপজেলা ও জেলায় ১ম বিভাগীয় পর্যায়ে যথাক্রমে ১ম, ৩য়, ২য়  এবং জাতীয় পর্যায়ে আবৃত্তিতে দেশ সেরা হয়ে স্বর্ণপদক লাভ করেছে। প্রত্যাশা দেবনাথ উপজেলা পর্যায়ে ২০২২ও ২০২৩  রবীন্দ্র সংগীতে যথাক্রমে ৩য় ও ২য়। প্লাবন পাল দেশাত্ববোধক গানে ১ম। সুবর্ণ শিখর বর্ণ উপজেলা পর্যায়ে ২০২২ তবলায় ২য়, ২০২৩ এ উপজেলা ও জেলা পর্যায়ে ১ম ,বিভাগীয় পর্যায়ে ৩য়। লাবণ্য দত্ত চৌধূরী, সাধারণ জ্ঞানে ৩য়। অনিন্দিতা আচার্য পৃথা লোকসংঙ্গীতে উপজেলায় ১ম, জেলায় ২য়, ২০২৩ ছড়াগানে উপজেলা পর্যায়ে ২য়। নিশিতা বৈদ্য উপজেলা পর্যায়ে ২০২২ ও ২০২৩ কথক নৃত্যে ১ম। সানন্দিতা চক্রবর্তী নজরুল গীতিতে ২য়। সুপ্রিয়া বৈদ্য মুন সাধারণ নৃত্যে-২০২২ এ  উপজেলায় ১ম, জেলায় ২য়, ২০২৩ এ উপজেলা পর্যায়ে ৩য়। রুদ্রনীল দত্ত উপজেলা পর্যায়ে ২০২২ এ গিটারে ১ম, জেলায় ২য়। ২০২৩ উপজেলা পর্যায়ে ১ম, জেলায় ২য়। অর্পিতা দাশ, লোকনৃত্যে ৩য়। ইয়ামিন হাসান রাফি, ১০০ মিটার দৌড়ে ১ম, উচ্চ লাফে ৩য়, দীর্ঘ লাফে ২য়। তাহসিন বখত মাহী, দাবায় ৩য়। সৃজিতা চক্রবর্তী কথা উপজেলা পর্যায়ে ২০২৩-নজরুর সংগীতে ১ম ,রবীন্দ্র সংগীত ও ভাব সংগীতে ২য়। মুগ্ধ দেবনাথ উপজেলা পর্যায়ে ২০২৩ তবলায় ৩য়। নিশিতা বৈদ্য অথৈ উপজেলা পর্যায়ে২০২৩ সাধারণ নৃত্যে ২য়। রাইয়ান জামাল উপজেলা পর্যায়ে ২০২৩ অভিনয়ে ৩য়। এম এম সোয়াইব হোসেন সদ্য উপজেলা পর্যায়ে-২০২৩  চিত্রাঙ্কনে ২য়। অনিক ইক্কা উপজেলা পর্যায়ে ২০২৩ এ ১০০ মিটার দৌড়ে ২য়, উচ্চ লাফে উপজেলা ও জেলা পর্যায়ে ১ম, বিভাগীয় পর্যায়ে ৩য়। শুভাদিত্য বিশ্বাস উপজেলা পর্যায়ে ২০২৩ এ দাবায় ২য়। সন্দিপন চক্রবর্তী উপজেলা পর্যায়ে ২০২৩ এ  সাঁতারে ২য়। হিতৈষী চাকমা উপজেলা পর্যায়ে ২০২৩ উপস্থিত বক্তৃতায় ২য়। মোহাইমিন সাইফ চৌধুরী উপজেলা পর্যায়ে ২০২৩  উপস্থিত অভিনয়ে ১ম, জেলায় ৩য়। সৌরদ্বীপ দাশ শ্রেষ্ঠ উপজেলা পর্যায়ে ২০২৩ এ বঙবন্ধুকে জানো ১ম স্থান জেলায় ৩য়।

পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নটর ডেম স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী। এরপর জাতীয় শিশু প্রতিযোগিতা-২০২৩ এ কবিতা আবৃত্তিতে দেশসেরা হয়ে স্বর্ণপদক প্রাপ্ত চিন্ময়ী ভট্টাচার্যকে নটরডেম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সন্মাননা স্বারক তুলে দেন অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোল্স ক্রস সিএসসি।

সংবর্ধিত স্বর্ণপদক জয়ী চিন্ময়ী ভট্টচার্য উপস্থিত সকলের সামনে তার অনুভূতি প্রকাশ করে। এরপর চিন্ময়ীর অভিভাবকদের পক্ষ থেকে বাবা সুধেন্দু ভট্টাচার্য অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। ছাত্র ছাত্রীদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক নান্টু মণি দে।

সবশেষে ছাত্র ছাত্রীদের জন্য অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন নটর ডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102