রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

দেশে-বিদেশে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ শনিবার বিকেল ৩টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা, সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘আপনারা তরুণ সমাজ, আপনারা এগিয়ে আসবেন, আগামী নির্বাচনে আবার আমরা যেন শেখ হাসিনাকে নির্বাচিত করতে পারি। সব ষড়যন্ত্র ছিন্ন-ভিন্ন করে, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। আমি অনুরোধ করব, আপনারা মানুষের ঘরে ঘরে যাবেন। সরকারের উন্নয়নের বার্তা  মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন।

তিনি আরও বলেন, ‘আমরা মানুষ ও বন্যহাতি দ্বন্দ্ব নিরসনে অনেক প্রকল্প হাতে নিয়েছি। আমরা সোলার ফেন্সিং স্থাপন করছি। বনবিভাগের পক্ষ থেকে পেট্রোল পার্টি গঠন করে দেওয়া হয়েছে। আমরা দেখতে চাই না- হাতি মানুষকে মেরে ফেলেছে এবং মানুষ হাতিকে মেরে ফেলেছে। আপনাদের সহযোগিতা পেলে দ্রুত মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন করা যাবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, থানার ওসি (তদন্ত) আবুল কাশেম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102