শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিএনপির ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেখ হাসিনা সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র পিএফ ও গ্র্যাচুইটি সুবিধাদির চেক বিতরণ অনুষ্ঠিত নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা যুবলীগ নেতার মুক্তির দাবিতে বি এন পি কর্মীদের বিক্ষোভ ওয়েলসে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে জরিমানা গাজায় উচ্চশিক্ষা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্মেলন হত্যা মামলার আসামিকে খালাসের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর মাসিক সভা অনুষ্ঠিত

ঢাবির শিক্ষক মূল্যায়ন জুলাই থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের ‘দায়িত্ববোধ ও জবাবদিহিতা’ বাড়াতে শিক্ষক মূল্যায়ন পদ্ধতির অনুমোদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ১ জুলাই থেকে এটি শুরু হবে। এর মাধ্যমে কোর্স শেষে শিক্ষককে পাঁচ পয়েন্টের ভিত্তিতে শিক্ষার্থীরা মূল্যায়ন করবেন। তবে এর আগে শিক্ষার্থীদের বিভাগ থেকে এ বিষয়ে ধারণা দেয়া হবে এবং শিক্ষকদেরও অবগত করা হবে।

চলতি বছরের জুলাই থেকে এ কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। তবে এর আগে বিভাগ থেকে শিক্ষার্থীদের এ বিষয়ে ধারণা দেয়া হবে। শিক্ষকদেরও ওরিয়েন্টেশন লাগবে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আরও নিবিড় হতে পারবে। এরফলে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবে।

এ বিষয়ে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে নিয়েছি। সারা বছর শিক্ষার্থীকে পড়ানো শেষে তাকে ঠিকভাবে পড়াতে পেরেছি কি-না এর মাধ্যমে তা জানতে পারবো। সে অনুযায়ী শিক্ষার্থীরা কোথায় আমাদের ঘাটতি রয়েছে, তার সমৃদ্ধ বা সংশোধন করতে পারব।

তিনি বলেন, শিক্ষার্থীরা কোর্স অথবা বছর শেষে শিক্ষককে ৫ পয়েন্টে মূল্যায়ন করবে। ১ পয়েন্ট সর্বনিম্ন এবং ৫ পয়েন্ট ‘সবচেয়ে ভালো’ শিক্ষক হিসেবে ধরা হবে। এতে শিক্ষার্থীদের পরিচয় গোপন থাকবে বলে জানান তিনি।

এর আগে গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিকভাবে বিষয়টির সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102