হবিগঞ্জের সুনামধন্য বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান কে সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৯ মে) সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
অধ্যাপক ড. মাসুদুল হাসান জানান, আমি বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদানের পর থেকেই এই প্রতিষ্ঠানের শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাচ্ছি। এ কলেজে অনেকগুলো বিভাগে স্নাতক কোর্স চলমান। শিক্ষার গুনগত পরিবর্তন আনতে চেষ্টা করছি। প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আমি সচেষ্ট।
অধ্যক্ষের এঅর্জনে কলেজের শিক্ষার্থীগণ আনন্দিত ও তাদের পক্ষ থেকে প্রফেসর ড. মাসুদুল হাসান কে অভিনন্দন জানিয়েছেন।