শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

ইমরান খানের দাবি

‘পুলিশ বাড়ি ঘিরে রেখেছে, হয়তো এটি আমার শেষ টুইট’

আর্ন্তজাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাব করেছেন যে, তার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এক টুইটে সমর্থকদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, ‘এটি হয়তো আমার শেষ টুইট।’

বুধবার (১৭ মে) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পুলিশ আরেকটি গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়ি ঘিরে রেখেছে।

এর আগে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, স্বস্তি পেলেন ইমরান খান। কারণ তার গ্রেপ্তারি থেকে রক্ষাকবচের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করল ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি)। আদালত জানিয়ে দিয়েছে, ৯ মের পর ইমরানের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল, সেই মামলাগুলিতে গ্রেপ্তার করা যাবে না পাকিস্তান ‘তেহরিক-ই-ইনসাফ’ পার্টির চেয়ারম্যানকে।

গত সপ্তাহে আইএইচসির একটি বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় ২ সপ্তাহের জন্য ইমরানের জামিনের আবেদন মঞ্জুর করে। তবে তার এক দিন পরেই সুপ্রিম কোর্ট তাঁর গ্রেপ্তারিকে বেআইনি বলে ঘোষণা করে। সুপ্রিম কোর্ট ইমরানকে ১৭ মে পর্যন্ত ইসলামাবাদে নথিভুক্ত কোনও মামলাতেই গ্রেপ্তার করা যাবে না বলেও রক্ষাকবচ দেয়।

কিন্তু ১৭ মে সন্ধ্যায় ইমরান খান এক টুইট বার্তায় নিজেই জানালেন যেকোনো মুহূর্তে তিনি আবারো গ্রেপ্তার হতে পারেন। এটাই হতে পারে শেষ টুইট বার্তা।

এদিকে একাধিক মামলায় জামিন মিললেও ইমরান খান আল কাদির ট্রাস্ট মামলায় বৃহস্পতিবার আবারও ডেকে পাঠাল সে দেশের তদন্তকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব)। সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

গত ৯ মে ইমরান গ্রেপ্তাতার হওয়ার পর তাঁর দল পিটিআই-এর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তোলে পাক প্রশাসন। সেই মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। ওই মামলা-সহ আরও বেশ কিছু মামলায় তাঁকে ৮ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। জামিনের মেয়াদ ফুরোনোর আগেই আবারও ইমরানকে পুরনো মামলায় ডেকে পাঠানো হল। ইমরান আগেই অভিযোগ করেছিলেন যে, দেশের সেনা তাঁকে দশ বছরের জন্য জেলে রাখার পরিকল্পনা করছে।

গত ৯ মে দুপুরে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে গ্রেপ্তাতার করেছিল।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102