পঞ্চগড়ে ডিজিটাল ভুমি জরিপে সুষ্টু রেকর্ড ও নকশা প্রস্তুতে ভুমি মালিক ও অংশিজনের সাথে জরিপ বিভাগের কর্মকর্তাদের মতবিনিময় ও প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে।পঞ্চগড় জেলার বোদা উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে মঙ্গলবার (৯ মে) দুপুরে বোদা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আজাহার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার শামসুল আজম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, সহকারী কমিশনার (ভুমি) ইমরানুজ্জামান, টেকনিক্যাল এডভাইজার মানছুর আলী, বোদা সহকারী সেটেলমেন্ট অফিসার মাহফুজার রহমান, আটোয়ারী সহকারী সেটেলমেন্ট অফিসার জিকরুল হক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার নারায়ন কুমার দে ও পৌর কাউন্সিলর কাইছার আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভায় বোদা পৌরসভার মোসলেমপুর মৌজার ভুমি মালিকগণ উপস্থিত ছিলেন। আগামী সপ্তাহ থেকে বোদা পৌরসভার মোসলেমপুর মৌজার ডিজিটাল ভুমি জরিপ কার্যক্রম শুরু হবে বলে সভায় জানানো হয়।