মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

যৌন নিপীড়নের অভিযোগে জাবিছাত্র আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ছাত্রের নাম রাকিব আহমেদ। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের (৪৬ ব্যাচ) ছাত্র।

সোমবার বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

তিনি বলেন, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ৪৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, প্রতারণা ও শারীরিক নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত করে। সেলের তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে অভিযুক্ত রাকিব আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102