

ইউকেবিডি ডেস্ক: ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ইতালি। আর এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে এবারের ইউরো কাপের। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ইতালি দুই বার বিশ্বকাপ জিতলেও ১৯৬৮ সালের পর আর ইউরো জিততে পারেনি তারা। এবার সেই হতাশা দূর করল আজ্জুরিরা।এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেয়েছে ইতালি? এমন প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের মনে। রবার্তো মানচিনির দল পেয়েছে ৩৪ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩৪১ কোটি। রানার্স আপ হওয়া ইংল্যান্ড পেয়েছে ৩০.২৫ মিলিয়ন ইউরো। যা প্রায় ৩০৩ কোটি টাকা।এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মা। দ্বিতীয় গোলরক্ষক হিসেবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। এর আগে ১৯৯২ ইউরোতে এই পুরস্কার জিতেছিলেন ডেনমার্ক গোলরক্ষক পিটার স্মাইকেল।দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। কিন্তু ৪ ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুট ঠিকই নিজের করে নিয়েছেন পর্তুগিজ তারকা। তার সমান ৫ গোল ছিল ডেনমার্কের প্যাট্রিক শিকেরও। তবে রোনালদোর একটি অ্যাসিস্ট বেশি থাকায় তার ঘরেই গিয়েছে পুরস্কার। আর শিককে দেয়া হয়েছে সিলভার বুট।