বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খেলা মারাকানে, ‘সাইবার যুদ্ধ’ বাংলাদেশে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮১ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: আর বাকি মাত্র দুই ঘণ্টা। কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। তাই উত্তেজনা সারাবিশ্বেই আছে। তবে এই উত্তেজনা পরিণত হয়েছে রীতিমত সাইবার যুদ্ধে। তাও আবার বাংলাদেশে। কে আনবেন শিরোপা মেসি নাকি নেইমারের দল, এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তুঙ্গে।ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম স্টেডিয়ামগুলির একটি মারাকানা স্টেডিয়াম। রাত পোহালেই বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে ল্যাটিন আমেরিকার দুই টপ ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ফুটবল প্রেমিকদের কাছে এই ম্যাচের কেন্দ্রবিন্দু হয়ে আছেন নেইমার ও লিওনেল মেসি। কে এনে দেবেন শিরোপা, এ নিয়ে এখন তুমুল বিতর্ক ফেসবুকে। ব্রাজিলের সমর্থকরা বলছেন, পরিসংখ্যানে এগিয়ে থাকা জয়ের কথা আর আর্জেন্টাইন সমর্থকরা আশার দানা বেঁধেছেন মেসির কাঁধে ভর করে। এছাড়া ভক্তরা নিজেদের প্রিয় দলের জার্সি পরা ছবি পোস্ট করছেন ফেসবুকে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জয় ছিনিয়ে আনার বিবাদে আছে দুই পক্ষের সমর্থকরাই। আবার কেউ কেউ এটাকে খেলা হিসেবে দেখারও পরামর্শ দিচ্ছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান ও সাংবাদিক শরিফুল হাসান লিখেছেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিয়ে যতো ইচ্ছে উত্তেজনা করুন, শুধু মনে রাখবেন মহামারি চলছে। গত ৫ দিনেই শুধু এক হাজার মানুষ মারা গেছে। কাজেই স্বাস্থ্যবিধি মানুন। ক্ষণিকের আনন্দ যেন বিপদ না আনে। ভালো থাকুন সবাই।’ফেসবুকের পোস্টফেসবুকের পোস্টআর্জেন্টাইন সমর্থক ও ঘুড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আতিফ আসলাম লিখেছেন, ‘এ পর্যন্ত যত জরিপ দেখলাম, সেখান আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে বাংলাদেশ। হার জিত যাই হোক! খেলার আগেই আর্জেন্টিনা জয়ী।’সাংবাদিক আমিমুল হাসান লিখেছেন, ‘চোখ আমার দুইটা। এক চোখ থাকবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে, অন্য চোখ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়।’অনুপ্রেরণা জোগানো বক্তা এবং নগদ’র চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন তার ফেসবুকে প্রোফাইল পিকচার আর্জেন্টিনার একটি জার্সি পরা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘দেখা হবে বিজয়ে।’ফেসবুকের পোস্টফেফেবুকের পোস্টআওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ব্রাজিলের জার্সি পরা ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনা আতঙ্ক আমাদের তাড়িয়ে বেড়ায়, চেনা মানুষ আক্রান্ত, তাদের জন্য উৎকণ্ঠা আছে, গরিব মানুষ পুড়ে মরার বেদনা আছে, তবুও কোনও কিছু উপলক্ষ করে আনন্দে মেতে থাকার চেষ্টা করি। আজ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল ম্যাচ তেমন এক ধরনের আনন্দ-উত্তেজনা নিয়ে আসছে। যে দল ভালো খেলবে তারাই জিতুক, তবে ব্রাজিল চ্যাম্পিয়ন হলে ভালো লাগবে।’সাংবাদিক ওমর ফারুক লিখেছেন, ‘আমি আর্জেন্টিনা, বউ ব্রাজিল। টিভির রিমোট খুঁজে পাচ্ছি না।’ভ্রমণ গ্রুপ হিট দ্য ট্রেইলের আতাউল ইসলাম মাসুম লিখেছেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিল যেই জিতুক আজকে, জেতার পর যদি ফ্রেন্ডলিস্টের কেউ স্ট্যাটাসে বাড়াবাড়ি করতেছেন দেখি, তাকে নগদে আনফ্রেন্ড বা ব্লক দিমু। ট্রল করেন, কিন্তু বাড়াবাড়ি কইরেন না।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102