

স্পোর্টস ডেস্ক: ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। এবার ইউরোর দ্বিতীয় ফাইনালিস্টের অপেক্ষা। দ্বিতীয় সেমিফাইনালে কে জিতবে? কখনো ফাইনালে পৌঁছাতে না পারা ইংল্যান্ড নাকি ১৯৯২ সালের মতো রূপ কথার জন্ম দেয়া ডেনমার্ক। এমন সমীকরণেরে ম্যাচে বুধবার রাত ১টায়মাঠে নামে দুই দল।ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে দু’দলের কেউই প্রতিপক্ষের বক্সে জোরালো আক্রমণ করতে পারেনি। তবে ম্যাচের ১৩ মিনিটে আক্রমণে যায় ইংল্যান্ড। তগবে সেই আক্রমণ প্রতিহত করেন ড্যানিশ গোলকিপার। ১৫ মিনিটের মাথায় ডেনমার্কের পোস্ট লক্ষ্য করে শট নেন হ্যারি কেন। যদিও তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ১৬ মিনিটের মাথায় পালটা আক্রমণে যায় ডেনমার্ক। সেখানে হজবার্গের আক্রমণ প্রতিহত করেন ইংল্যান্ডের গোলকিপার।২৫ মিনিটে ইংল্যান্ডের পোস্ট লক্ষ্য করে শট নেন ড্যামসগার্ড। ডান পায়ের শটে বল টার্গেটে রাখতে পারেননি তিনি। তবে এই ম্যাচে গোলের দেখা পাওয়া ৩০ মিনিটের মাথায়। ডেনমার্কের হয়ে ইংল্যান্ডের জালে বল জড়ালেন ড্যামসগার্ড। ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন তিনি। ডেনমার্ক ম্যাচে এগিয়ে যায় ১-০ গোলে। তবে এই গোল উল্লাস বেশীক্ষণ ধরে রাখতে পারেনি ডেনমার্ক। ৩৯ মিনিটের মাথায় সাইমন জায়েরের আত্মঘাতী গোলে ইংল্যান্ড ম্যাচে ১-১ সমতায় ফেরে। এরপর দুই দল একাধিক চেষ্টা করেও প্রথমার্ধে আর কোন গোল করতে পারেনি। যার ফলে ১-১ গোলে দুই দল বিরতিতে যায়।