শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

রাশিয়াদ রশিদ মিথিলা

মাতৃভাষা সঠিকভাবে বলতে, পড়তে, জানতে হবে

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

অভিনেত্রী রাশিয়াদ রশিদ মিথিলা বলেছেন, এক ভাষার সঙ্গে অন্য ভাষার কোনো দ্বন্দ্ব নেই। তবে নিজের মাতৃভাষা সঠিকভাবে জানতে হবে, বলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, শ্রদ্ধাটাও থাকতে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ২১ ফেব্রুয়ারি নিয়ে নিজের স্মৃতি ও দিনটির মূল্যবোধ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

তিনি বলেন, আজকাল কথা বলতে গেলে ইংরেজি মিশে যায়। সেটা শিক্ষা ব্যবস্থার কারণেই হয়েছে। কারণ অনেকেই ইংরেজি মাধ্যমে পড়েন। যে কারণে ছোটরা অনেকেই ইংরেজিটা স্বচ্ছন্দে বলে। এই বিশ্বায়নের সময়ে ছোট থেকেই বাংলাদেশের শিশুরা ইংরেজিতে কথা বলছে, ছবি দেখছে, গান শুনছে। শুধু ইংরেজি কেন, অন্যভাষার সঙ্গেও পরিচিত হচ্ছে।

 

তিনি বলেন, ‘আমিও শিল্পী হিসেবে ছোট্ট উদ্যোগ নিয়েছি। শিশুদের জন্য বাংলায় গল্পের বই লিখতে শুরু করেছি। সেটা ৪ থেকে ৮ বছরের শিশুদের জন্য। এখন পর্যন্ত বাংলাদেশে আমার ৪টি বই প্রকাশিত হয়েছে।’

শৈশবের একুশে ফেব্রুয়ারি মনে করে অভিনেত্রী বলছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শহিদ মিনার আছে, সেখানে ছোট থেকেই এই দিনে বাবা আমায় নিয়ে যেতেন। ছোট ছিলাম, ভিড়ে দেখতে পেতাম না, বাবা কোলে তুলে, শহিদ মিনারে মানুষের শ্রদ্ধা নিবেদন দেখাতেন। এরপর লাইন দিয়ে গিয়ে সেখানে ফুল দিতাম।’ পরে যখন বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন তো নিজেরাই এই দিনটি উদযাপন করেছি।

তিনি আরও বলেন, ‘২১ ফেব্রুয়ারি শোকের দিন, কারণ দিনটি বহু ভাষা শহিদের রক্তে ভেজা, তবে একই সঙ্গে এই দিনটি আমাদের গর্বের। এই দিনেই তো আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার ফিরে পেয়েছি।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102