বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। পরিবহন ধর্মঘট নেই, তবুও আগেই মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।
শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হবে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এরই মধ্যে টাউন হল মাঠে দখলে নিয়েছেন।
কুমিল্লা বিভাগীয় সমাবেশ ব্যবস্থাপনা কমিটি ও দলের দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন রশিদ ইয়াছিন বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ, এখন দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হচ্ছেন। আশা করি রাতের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী নগরীতে চলে আসবেন।
নিউজ/এম.এস.এম