

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন সহ তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে লালপুর উপজেলা আওয়ামীলীগ। বুধবার(২৩ শে জুন) সকালে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।