শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কৃষকসহ নিহত ৪, আহত ১২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কৃষকসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের কুষ্টিয়া আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭ নং হোগলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল পরামানিকের ছেলে সানোয়ার (৪০), অপর জনের নাম জাহিদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইঞ্জিনচালিত নসিমনযোগে কুমারখলীর উদ্দেশে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন তিনজন কৃষক। কুমারখালীর আলাউদ্দিন নগর নামক স্থানে নসিমন-ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নছিমন ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে। এতে নছিমনে থাকা তিনজন কৃষক ঘটনাস্থলেই নিহত হন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102