স্টাফ রিপোর্টার: চা শ্রমিকদের ন্যুনতম মজুরির দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন চা বাগানের মালিকপক্ষ। শনিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গণভবনে এই বৈঠক শুরু হয়েছে। এর আগের দিন জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার বাগান মালিকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী।
গত কয়েকদিন ধরে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে বেশ কিছু জেলার চা শ্রমিকরা।আন্দোলনের শুরু থেকেই শ্রমিকেরা বারবার প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা শুনে কাজে ফেরার কথা বলেছেন। এরই মধ্যে আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী বাগানমালিকদের সঙ্গে সভা করছেন।
এর আগে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানিয়েছিলেন, ১৮ দিন ধরে চা-শ্রমিকেরা ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন।
১২০ টাকা মজুরি দিয়ে সংসার চলে না। এ জন্য শ্রমিকেরা খেয়ে না খেয়ে আন্দোলন চালিয়ে গেছেন। শুনেছেন, প্রধানমন্ত্রী আজ বাগানমালিকদের সঙ্গে আলোচনায় বসবেন। শ্রমিকেরা সবাই প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছেন।
শ্রমিকরা আশা করছেন, প্রধানমন্ত্রী সবকিছু বিবেচনা করে একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, চা-শ্রমিকেরা সেটা মেনে নেবেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম