শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

জাতীয় নির্বাচনে দেড়শ আসনে ইভিএম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১৫০টি আসনে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর তিনটা নাগাদ কমিশন বৈঠক শেষে বিকাল পৌনী ৫টা নাগাদ এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জাতীয় নির্বাচনে অর্ধেক আসনে ইভিএমে ভোট নেয়া হবে।

আমাদের বর্তমানে যে সক্ষমতা রয়েছে তাতে ১০০টির মতো আসনে ইভিএমে ভোট করা সম্ভব। তবে জাতীয় নির্বাচনেএখনো অনেক দেরী। সেজন্য বাকি ৫০টিতে ইভিএমে ভোট করার জন্য আমরা একটা প্রকল্প গ্রহণ করবো। এর মধ্যে ১৫০ আসনে ইভিএমে ভোট করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নেব।

এর আগে আজ দুপুর তিনটা নাগাদ ইভিএমে কত আসনে ভোট নেয়া সম্ভব তা নিয়ে কমিশন বৈঠক বসে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার কমিশনার, ইসি সচিব সহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

যদিও মাঠের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপিসহ তাদের জোট ইভিএমে ভোট করার প্রবল বিরোধীতা করছে। তাছাড়া ইসির সংলাপে অংশ নেয়া অধিকাংশ দলও ইভিএমে ভোট না নেওয়ার পক্ষে রায় দিয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102